আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডলাইনে নারায়নগঞ্জ জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে নতুন বছর তথা ২০১৪ সালে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন হার্ডলাইনে থাকবে।

এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। রাজনীতির আড়ালে কেউ কোন অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত হয়। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটিতে কমিটির উপদষ্টো জেলার ৫টি সংসদীয় আসনের কোন এমপি উপস্থিত ছিলেন না।

ফলে বছরের শুরুতেই অনুষ্ঠিত সভাটি ছিল কার্যত নিস্প্রাণ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনোজ কানি্ত বড়াল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার সামিউল্লাহ মিলন প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সন্ত্রাস ও মাদক নির্মুলে আরো বেশী করে ভ্রাম্যমাণ আদালতে অভিযান করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন থাকবে হার্ডলাইনে।

নাশকতা ও সংখ্যালঘু ইস্যুতে নিয়ে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য সকলতে সতর্ক থাকতে হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। মামলা ও অপরাধের সংখ্যাও কমছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।