আমাদের কথা খুঁজে নিন

   

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কেমন হবে?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। শামীম ওসমান নাকি সেলিনা হায়াত আইভীকে প্রার্থী করবে আওয়ামী লীগ—তা-ই এখন এখানকার বড় আলোচ্য বিষয়। গডফাদার’ তকমা নিয়ে দীর্ঘ সাত বছর ‘দেশছাড়া’ থাকার পর বর্তমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ফিরে আসেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান। এখন প্রতিনিয়তই তিনি খবর হচ্ছেন দলীয় সাংসদ সারাহ্ বেগম কবরীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। তাঁর কর্মকাণ্ডে আবার অস্থির নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।

নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় সদ্য সিটি করপোরেশন ঘোষিত নারায়ণগঞ্জের নির্বাচনে মেয়র পদপ্রার্থী হতে চান শামীম ওসমান। আর সদ্য বিলুপ্ত পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীও চান আওয়ামী লীগের সমর্থন। গতকাল তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। প্রার্থী জটিলতার কারণে আওয়ামী লীগ এখনো বিভক্ত।

এই বিভক্তি কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সব অঙ্গসহযোগী সংগঠনের মধ্যে। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি শেখ হায়দার আলী,্র জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজিমউদ্দিন নাজিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাতসহ নেতাদের একটি অংশ আইভীর পক্ষে। শামীম ওসমানের পক্ষ্রেআছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, ওয়াজেদ আলীসহ সংগঠনের আরেকটি অংশ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, শামীম ওসমান বা আইভী যিনিই কেন্দ্রের মনোনয়ন পান না কেন, এই নির্বাচনে দলের বিভক্তি কাটছে না। নারায়ণগঞ্জ নগর ও বন্দর বিএনপির কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

এই দ্বন্দ্বের কোনো প্রভাব যেন নির্বাচনে না পড়ে, সে জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে জেলার সব নেতা-কর্মীকে ডেকে কয়েক দিন ধরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়, দলীয় প্রার্থীর বিপক্ষে কেউ কাজ করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। বৈঠকে আওয়ামী লীগের প্রকাশ্য দ্বন্দ্বকে কাজে লাগিয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনের মতোই এ নির্বাচনেও জয় ছিনিয়ে আনার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.