আমাদের কথা খুঁজে নিন

   

আবারো নাম পরিবর্তনের খেলা: এবার পরিবর্তন হচ্ছে নারায়নগঞ্জ জিয়া হলের নাম



দিন বদলের শ্লোগান নিয়ে আসা বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন স্থাপনা ও জায়গার নাম পরিবর্তন নিয়ে ব্যাস্ত। জিয়া আন্তুর্জাতিক বিমান বন্দরসহ বেশ কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের খবর সবারই জানা। তবে একটা কথা মনের মধ্যে সব সময় ঘুর পাক খায়, তাহলো নাম বদলের এই সিদ্ধান্ত কি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে থাকে । নাকি তার পাশে থাকা আমলা-দলীয় নেতা ,তথাকথিত শুভাঙ্খাঙ্খিরা (চামচামি করে)এসব বুদ্ধি দিয়ে থাকে। কে কত প্রধান ব্যাক্তিটির কাছে ভিড়তে পারে এই প্রতিযোগিতা নিয়ে। এবার আরেকটি নাম বদলের খবর জানাই: নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত অন্যতম বড় মিলনায়তন শহীদ জিয়া হল-এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। নাম পরিবর্তন করে টাউন হল নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শহীদ জিয়া হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্তে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।