আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণ লীলার একাল সেকাল কিংবা আওয়ামীলীলার উপাখ্যান

ভগবান কৃষ্ণকে নিয়ে মানুষের মনে বাজে কথা আসল কোত্থেকে ? আসলে তিনি কোন খারাপ কাজ করেন নাই। সম্পর্কে মামী হয় এমন একজনের সাথে প্রেম প্রেম খেলা খেলেছিলেন। কিন্তু সেটা তো তার জন্য বৈধ। কারণ তিনি কৃষ্ণ। ভগবান যা করতে পারেন আমরা তা করতে পারিনা।

তাই এই মহান বাণীর সৃষ্টি 'কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে পাপ'। কৃষ্ণ কি এই ঘোর কলি কালে উপস্থিত হয়েছেন ? এই প্রশ্ন কেউ করতে পারেন। তাদের জন্য বলছি, তিনি উপস্থিত হননি, তবে তার লীলা উপস্থিত হয়েছে। আর তা সম্ভব হয়েছে আওয়ামীলীগের কল্যাণে। কৃষ্ণ বা ভগবানের সব কাজই যেমন জায়েয তেমনি আওয়ামীলীগের সব কাজই বৈধ।

সেটা তাদের কাছে যেমন মিডিয়ার কাছেও তেমন। শুধু কিছু ভিন্ন মতাবলম্বীর ম্যাৎকার ছাড়া সবাই তাতে সাপোর্ট দেয়। তাই কৃষ্ণলীলা আর আওয়ামীলীলা আজ সমার্থক। বিশ্বাস হচ্ছেনা ? কয়েকটা উদাহরণ দেই- এক. তখন বিম্পির প্রথম টার্ম চলতাছে। জামাতের সাথে অলিখিত চুক্তিবলে সরকার গঠন করল বিম্পি।

তাগো নেতা মহান রাজাকার সর্দার গো-আজমকে বিম্পির উসিলায় আদালতে নির্দোষ প্রমান কইরা তার নাগরিকত্ব ফিরাইয়া লইল। এর পরই আম্বালীগের সাথে দারুণ সখ্য হয় জামাতের। দুই দল একসাথে আন্দোলন কইরা তত্বাবধায়ক সরকার প্রবর্তন কইরা বিম্পিরে ক্ষমতা থেকে নামাইয়া দিল। গণতন্ত্রের স্বার্থে জামাত-আওয়ামীলীগ আঁতাত ছিল বৈধ। দুই. ৯০ এর দারুণ রক্তক্ষরা দিনগুলি।

সব দল মিল্যা দারুণ আন্দোলন কইরা বিশ্ব-লুইচ এরশাদরে গদি থেকে নামাইয়া দিল। সবাই জানত তার জন্য অপেক্ষা করছে মৃত্যুদন্ড। কিন্তু তার মৃত্যু হয়নাই। তিনি রাজনীতিতে ফিরা আসছেন। আম্বালীগের সাথে আঁতাত কইরা রাষ্ট্রপতি হবার বাসনা ব্যক্ত করছেন।

স্বৈরাচারের সাথে আওয়ামীলীগের সখ্যও গণতন্ত্রের স্বার্থে বৈধ। তিন. ২৮ অক্টোবর নিজামী চাইছিল লাশ। (নইলে লক্ষ লক্ষ আওয়ামী সাপোর্টার ঠেকানোর জন্য ৫০ টা শিবিরের পোলারে পাডাইল কোন আক্কেলে) তারে সে লাশ উপহার দিছে আম্বালীগ। পিডাইয়া মানুষ মারার মত দৃশ্য এই জনমে দেখার সৌভাগ্য হইল। সেইটাও জায়েজ কারণ কাজটা করছে আওয়ামীলীগ।

আর কে না জানে আওয়ামীলীগের সব কাজের পিছনেই জাতির জন্য নিহিত থাকে কল্যাণ। এই রকম ভুরি ভুরি উদাহরণ দিয়া পোস্টটা আর বড় করতে চাইনা। তাই উপসংহার টানছি-আওয়ামীলীগ আর কৃষ্ণ আজ সমার্থক। ভগবানের সব কাজ বোঝার ক্ষমতা যেমন মানুষের নাই। তেমনি আওয়ামীলীগের সব কাজের উদ্দেশ্য বোঝার ক্ষমতা আম-পাব্লিকের নাই।

তাই না বুইঝা ফাল না পাইড়া মাইনা লওয়ার মধ্যেই সবার জন্য রয়েছে অশেষ কল্যাণ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।