আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকী।।। (ছোট্ট গল্প)

::::: আশ্রাব সাহেবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, অবশ্য এটা আনন্দেরই অশ্রু। আজ তার একমাত্র কণ্যার বিয়ে। দেখতে দেখতে কিভাবে যে উনিশটি বছর পেরিয়ে গেল ভাবতেই অবাক লাগে। মনে হয় এইতো সেদিন জোনাকীরে পাচহাজার এক টাকা দিয়ে খরিদ করে এনেছি। মেয়েটাকে আনার পর থেকেই ঘরে জোনাকীর মতো আলো ছড়িয়েছে।

নতুন চাকুরী হয়েছে... সাথে সাথে প্রমোশন.......... এই জোনাকীর জন্যই সে আর কোন সন্তান নেয়নি. যদি জোনাকীর অযত্ন হয়.। তার জন্য আলেয়ার সাথে শেষ পযর্ন্ত সংসার জীবনের ইতি ও টানতে হয়েছে। :: দেখ জোনাকীতো আর আমাদের সন্তান না, সে হলো পাল্কা মেয়ে, তার প্রতি তোমার এত দরদ কেন। ... মেয়েটাকে আনার পর থেকেই তুমি একই কথা বার-বার বলছ.. তুমি আর জোনাকীরে নিয়ে কোন কথা বলবা না। ::: বললে কি হবে, আমাকে ছেড়ে দিবে নাকি।

। ..... দরকার হলে তাই-ই করবো। আলেয়া আর কিছু বলল না, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলো. আমি ও দরজা খুলে তার অভিমান ভাঙ্গার চেষ্টা করিনি। মনে করলাম পরে সক কিছু ঠিক হয়ে যাবে। পরদিন তাকে না ডেকেই অফিসে চলে গেলাম-- অফিস থেকে এসে দেখি আলেয়া নাই, ডেসিন টেবিলে কাচের গ্লাস দিয়ে আটকানো একটি চিঠি, তাতে লেখা .. ভালো থেকো.... তার দশ-বার দিন পর আলেয়া তালাক নামা পাঠিয়ে দিয়াছে.. সাথে একটি চিঠি.. তাতে লেখা তোমাকে মুক্ত করে দিলাম, তোমার প্রতি আমার অনুরোধ তুমি আর বন্ধি হইও না।

সেই থেকে আমার আর বিয়ে করা হয়নি। জোনাকীরে নিয়েই আমার জীবন.. সকারে নাস্তা বানানো, জোনাকীরে স্কুলে পাঠানো, অফিসে যাওয়া. তাকে পড়তে বসানো। এভাবেই চলে গেল উনিশটি বছর। অবশ্য এর মাঝে আলেয়ার আর একটি চিঠি পেয়েছি,.. সে আবার বিয়ে করেছে, তার নাকি জোনাকীর মতো একটি মেয়ে হয়েছে....... সবচেয়ে আর্শ্চয্যের বিষয় হলো সে তার মেয়ের নাম রেখেছে জোনাকী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।