রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
ও আমার রাতের আকাশের জোনাকী
দূর ঐ দেশে যাবে কী?
যদি যাও তবে,
গন্ধরাজের পাপড়িতে জমা
বৃষ্টি ফোটা তোমার।
ময়ূরের পালকে গড়া
ময়ূরাসন, সেটিও তোমার।
তাও হলো না?
আচ্ছা যাও, তোমাকে দেখাব
কাল পর্দার আড়ালে ঐ তাঁরা
আজও দেখেনি কেউ যা আমি ছাড়া।
তাও যাবে না?
ঠিক আছে কি আর করা !
ভেবেছিলাম অতিথি আসলে
পড়িয়ে দেব কপালে
পূর্ণিমার ঐ চাঁদটা পেড়ে;
গেঁথে দেব সুখে ভরা আঁচলে,
একটা একটা করে লালনীল তাঁরা পেড়ে।
আফসোস !!!
ও আমার রাতের আকাশের জোনাকী
বলো না একবার, দূর ঐ দেশে যাবে কী?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।