আমাদের কথা খুঁজে নিন

   

অকস্মাৎ সফর ..................

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে যে মুহূর্তে অনিশ্চয়তা চরমে ঠিক তখনই ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এমএন প্রসাদ আজ ঢাকা আসছেন। তার এই অকস্মাৎ সফর সংশ্লিষ্ট মহলকে আশাবাদী করে তুলেছে। তারা বলছেন, দুর্নীতি নিয়ে যে জট তৈরি হয়েছিল তা বোধকরি কাটতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে সেই ইঙ্গিতই দিলেন। মঙ্গলবার তিনি সংসদে বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু হবে। তার বিশ্বাস, বিশ্বব্যাংক নির্ধারিত অর্থ ছাড়াও আরও ৩০০ মিলিয়ন ডলার বেশি ঋণ দেবে। ৬ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেয়ার কথা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।