আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শে নুয়ে পড়া ঘাসের ডগা অকস্মাৎ জাগছে// শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

লাউলতার মতোন লকলক স্তন, ফুলের সুবাসে ঝরছে ঘ্রাণ
কামনাকামিনীর মতোন করছে রমণ
নরমরোদের তাপে গলছে শিশিরের পরান
আমার নিশ্বাসে আজ রাতে বইছে ক্ষুধাতুর পবন।

স্তনের স্পর্শে নুয়ে পড়া ঘাসের ডগা অকস্মাৎ জাগছে
অন্তর্গত নদীর জলে এসেছে স্রোতের ধারা
জলের গভীরে আবার জ্বলছে আকাশের তারা
অনুপ্রবেশের জন্য কে যেন বলছে।



রক্তের লেকে কে যেন ঢেলেছে পাশ্চাত্যের সুঘ্রাণ
চাঁদের আলো মাখছে গোলস্তনের চারপাশে
নীল ফড়িং উড়ে যায় আস্তিনের ভাঁজের কাছে
কেমন ফুটে আজ পাগল করছো আমার ক্ষুধাতুর পরান।

পাতালের অনুসন্ধানে আজ খুঁজি পৃথিবীর তল
পৃথিবীর অপর নাম বুঝি আনন্দের তরল।
০৩.০২.২০১৪
স্তনের স্পর্শে নুয়ে পড়া ঘাসের ডগা অকস্মাৎ জাগছে//
শাফিক আফতাব /


...........................
ভালোবাসে নাই কেউ, কাছে আসে নাই কেউ
খুলে দ্যায় নাই কেউ মন
পাশে বসে নাই কেউ, সুবাস দ্যায় নাই কেউ
করে নাই কেউ পণ।

ভালো কারো বাসি নাই অামি, কারো কাছে যাই নাই আমি
কারে কাছে ধরিনি ধর্ণা
আমার কোনো সুদিনে কিংবা দুর্দিনে
কাছে আসেনি অপর্ণা
-----------------------------------

পাথরপাষাণ //
শাফিক আফতাব //

পাথরপাষাণ ছিলাম,কিংবা কংক্রিট
তুমি গলে দিলে
ভিতরে ছিলো অজস্র প্রেমের কীট
সহজ অনায়াসে নিলে।

আমি ছিলাম এক কঞ্জুস, যক্ষের ধন
তুমি অকাতরে বিলাতে শেখালে
কোথাও যাবোন করেছি পণ
পুলকের জলে ভেজালে।



আমি ছিলাম অন্তর্গত, অনুগত করলে
আমি ছিলাম ভীষণ গোপন
ডুবালে গহীন জলে
দিলে অমূল্যরতন।

আমি ছিলাম, একা, নির্জন, করলে বহুগামী
সর্বদা এখন তোমার অনুগামী।
০৩.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।