ছুটির দিনগুলোয় মনে পড়ে যায় ‘ছুটির দিন’ বলে আসলে কিছু নাই শুধু ধাই ধাই এগিয়ে যাওয়া যেন বিরতি নয়, সমাপ্তির রায়। ইঞ্জিনে থামলো গুণ টানার দিন জলযান স্পর্ধায় ডাকে সীমাহীন শুধু তার পাড়ে ভিড়তে গেলে, কে যেন দাঁড় ভাঙা বুকে চাবুক চালায়! বিছানায় ভেসে ভেসে ক্লান্ত দেহ মাথার ভেতর তেপান্তর খুলে গেল চেনামুখ, চেনা সম্পর্ক পেরোতে গেলে চিন্তারাম দারোগা নির্মম আটকায়। দেয়াল ক্রমশ চেপে আসছে এখানে কে কে গুজছেন মুখ ছুটির দিনে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।