আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির ফাঁদে



ছুটির ফাঁদে সমস্তদেশ খবর যখন রটে- ছুটিরও যে ফাঁদ আছে- বাহ! ভাবি আমি বটে । এই ফাঁদে কে পরলো ধরা , ভাবতে গিয়ে থামি। ভালো করে চেয়েই দেখি ফাঁদে আমরা- আমি। কাজ কর্মে খোদা হাফেজ দীর্ঘদিনের ছুটি, পশু পাখি এই প্রকৃতি হেসেই কুটিকুটি। বাঁচানো আর বাঁচার জন্যে ওদের কাজের ফাঁকে- নাইকো ছুটি, নইলে বলো বিশ্ব কি আর থাকে? আমরা মানুষ সৃষ্টি সেরা তবুও মোদের কাজে- লক্ষ হাজার ছুটির দোহাই ফাঁদ হয়ে যে বাজে। অল্প ছুটি, অধিক শ্রমে হতাম যদি হারা , নিজের ফাঁদে, কষ্টে দু:খে পরি এমন ধরা? বাঁচতে হলে জাগতে হবে, ছুটির ধান্ধা ছেড়ে- চলুন সবাই কর্মে মাতি, বিজয়টা নেই কেড়ে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।