ছুটি নেয়া যাদের অভ্যাস নেই তাদের জন্য ছুটি যে কি বিড়ম্বনার! এখন এই ছুটি নিয়ে আমি কি করি? অতি সৌভাগ্যের ব্যাপার যে একজন শোফার অপেক্ষমান আছেন গাড়ি নিয়ে কিন্তু কোথায় যাই? বেশি ঘুমানোর অভ্যাসও নাই। ঘুমিয়ে দিন কাটানোও সম্ভব না। ছ্য়দিন ছুটি এখন ক্যামনে কাটাই? দাঁত স্কেলিং করানো যায় খামাখা খামাখা, কিন্তু খালি খালি পয়সা নষ্ট। অন্যদের বিলগুলো দেয়া যায় ব্যাংকে গিয়ে, কিন্তু তাদের আবার স্বভাব খারাপ হয়ে যাবে। অন্যের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবার ব্যাপারেও একই কথা। ঈদের নাটকগুলি না দেখার চেষ্টা করাই বোধহয় উচিৎ হবে। যদিও কাল রাতে এটিএন বাংলায় আনিসুল হকের বিস্কুট নাটকটি এতো সময়োপযোগী ছিল! আপনারা কেউ দেখেছেন কি? আপনাদের অনুভুতি কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।