আগামি কাল দোল পূর্ণিমা, পূর্ণিমার পরের দিন থেকে হোলি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে রং খেলায় মেতে উঠে সনাতন সম্প্রদায়ের লোকেরা, এটা শুধু সনাতনিয় অনুষ্ঠান নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারে। আমাদের দেশে অনেক জায়গায় কিছু কিছু অনুষ্ঠান হয় তার মধ্যে পুরান ঢাকায় (শাখারিবাজার, তাতিবাজার, সিদ্ধেশ্বরী কালী মন্দির, ইসকন মন্দির) আনন্দটা বেশি হয়, এবং বেশ কয়দিন যাবত হোলি উৎসব চলে। দেশের বাহিরে ভারতের বিভিন্ন রাজ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে তাদের নিজস্ব কৃষ্টি তুলে ধরে। ভারতে বেশ ঘটা করে এ অনুষ্ঠান করা হয় যা আমরা ভিটিতে, সিনেমাতে দেখতে পাই। এই উপলক্ষে সব ব্লগারদের জানাই হোলির শুভেচ্ছা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।