আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাব্য রক্তের হোলি খেলা

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ আজ মানবতা অবরুদ্ধ অহেতুক বলি হয় যত তাজা প্রান বিশ্ব বিবেকের নিকট আজি আহবান এযে অন্যায় সমর লৌহ রাঙ্গা খুন এতে বাড়ে ধংশ আর যাতনা করুণ হে জাতী মানুষ নাম লয়ে কেন এ সমর গড়া রেখে ধংশ আন ভেঙ্গে সব অন্তর । ধূর্ত শয়তানের সঙ্গী ওরা মানুষের পরিচয় কি রয় ধুকে ধুকে মুসলিম মরে ইসলামের মহা সংশয় । কাল কেয়ামত এসে নামে ফিলিস্তিন আরব মিশর ভয় নেই মুসলিম রাখ ঈমান মজবুত খোদার ডর । ধংশ আসবে বেদিন জালিমের বাজে সত্যর ভেরী বিশ্ব মুসলিম এক হও নহে আর দেরি । ওরা বিধাতার দান জগত মাঝে বাড়ায় শুধু পাপ স্বর্গ সুখ চাও ক্যামনে পাবে মাপ হায় পরিতাপ কর দিল ছাফ ।

শিশুস্তব ওরা শিশু হাসি খুশি সুন্দর ওদের মন যুগে যুগে কুসুম ফুল হয়ে বিচিত্রতায় গড়ে নতুন জীবন । অদের মম কুঞ্জে সকল হৃদয় বিলিয়ে দেয় সবটুকু স্নেহের পরশ সকল আঙ্গিনায় সুখদ কানন হয়ে ওরাই ছিনায়ে আনে খ্যাতি ও যশ । ওরা মায়ের কুলে কুসুম কোমল আনন্দ গড়ে বাবার স্বপ্ন মাটে ভাই বোন বন্ধু স্বজন সভায় প্রেমময় বাধনে ফুল হয়ে ফুটে । ওরা খেলার মাটে পাঠশালায় সব গৃহে প্রদীপ হয়ে স্বপ্ন আনে ওদের উল্লাসে জাগে নতুন পৃথিবী ভরে হৃদয় বাগান আমোদিত ঘ্রানে । এস সবে এদের জন্য গড়ি একটি সুন্দর , নিরাপদ আবাস ভাল হোক তাদের সুসভ্য অভিযান একদিন ওরাই স্রিজিবে নব ইতিহাস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।