নেট মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনো তো প্রেম হয়’ ছবিটির শুটিং শুরু হয়েছে চার মাস আগে। এর মধ্যে ছবির ৮০ শতাংশ কাজও শেষ। কিন্তু ঝামেলা বেঁধেছে বাকি অংশের শুটিং নিয়ে। কারণ এ কাজটুকু করতে যে এবার নায়ক লাগবে! ছবির প্রধান চরিত্র শাবনূর। নায়ক ছাড়াই এত দিন শুটিং করেছেন তিনি।
কিন্তু পরিচালক মানিক এ মুহূর্তে শাবনূরের বিপরীতে অভিনয় করানোর মতো কাউকেই খুঁজে পাচ্ছেন না। ছবির ব্যবসার কথা চিন্তা করে শাকিব বাদে অন্য যাঁকে নিয়েই তিনি ভাবতে যাচ্ছেন, অমনি পিছিয়ে যেতে হচ্ছে। অন্যদিকে মাত্র ২০ শতাংশ কাজের জন্য শাকিবও যে রাজি হবেন এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে?
অনেকটা বাধ্য হয়েই শেষ পর্যন্ত শাকিবের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পরিচালক। ঠিক একইভাবে শাবনূরকে নিয়ে অন্য যাঁরা ছবি শুরু করার কথা ভাবছেন তাঁদেরও প্রথম চিন্তা নায়ক কাকে নেবেন! যদিও শাবনূর বরাবরই নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
কিন্তু তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে পর্দায় রসায়নটা ঠিকমতো জমানোর জন্য যেমন অভিনেতা দরকার, এ মুহূর্তে চলচ্চিত্রে তেমন কোনো নতুন মুখও নেই। ফলে বিপাকে পড়েছেন শাবনূর।
তিনি বলেন, ‘এসব প্রযোজক-পরিচালকের ভাবনার বিষয়। ছবিতে আমার চরিত্র ঠিক থাকলে আমি কাজ করতে রাজি। বিপরীতে কে অভিনয় করল না করল সেটা দেখার বিষয় নয়।
’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।