আমি কবি হয়েই জন্ম নিয়েছি , জগতে কবি হতে আসিনি ***************** আমি কবি এঁকে যাই জগতের দৃশ্য ছবি আমি পরিবেশ বন্ধু উপহার দিয়ে যাই অবারিত জ্ঞান সিন্ধু নব চেতনার বাংলা ভাষায় ফুল ফুটাই আর আনি জাগরন সাম্য ও ন্যায়ে আমার মাঝে মিতালি গড়ে সমাজ নামের এক মস্ত বাধন সব হৃদয়ে আমি জাগ্রত সুর নিকটেই থাকি ,পাঠে আর সংস্কৃতির আসরে সাহিত্য এক কানন এই বাংলার সেহরির সময় সিমা প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম নির্ধারণ করেন , তিনি বলেন সঠিক সময়ের মধ্য সেহরি খাওয়া এবং নিয়াত করা ফরজ । যখন আযান হবে // খোদার ক্ষুত্রতি পায়ে লুটায়ে পড় ।। রোযা দারের উপর ৭০ হাজার ফেরেস্তা রহমত বর্ষণ করতে থাকে যা ইফতারি পর্যন্ত বলবত থাকে ।। নিশ্চই রোযা সকল প্রকার মন্দ কাজ হতে আত্মাকে পবিত্র রাখে ।। আল হাদিস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।