আমাদের কথা খুঁজে নিন

   

"বেঁচে আছি নষ্ট ছেলে"

লিখার মত কিছু নাই............। আমি হয়তো কোনোদিন কারো বুকে জাগাতে পারিনি ভালোবাসা, ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের শিকড়ে একটু জল- ফোটাতে পারিনি কারো একটিও আবেগের ফুল তাই তোমাকে পাইনি বা পেয়েও হারিয়ে ফেলেছি আমি । আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি; আমার প্রেমিকা বা মনের মানুষ ছিলো হয়তো ছিলো হয়তো না, বন্ধু ছিলো না, ঘরবাড়ি, বংশপরিচয় কিচ্ছু ছিলো না, আমি ভাসমান শ্যাওলা ছিলাম, শুধু নষ্ট ছেলে ছিলাম সমাজের চোখে। কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে এভাবে প্রেমিকা ভেবে, কারো সুখকে এভাবে বুকের মধ্যে নিজের অনন্ত সুখ ভেবে, আমি আজো বেঁচে আছি নষ্ট ছেলে হয়ে । তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা, তোমাদের সকল প্রেম আমি সারি সারি চারাগাছের মতন আমার বুকে রোপণ করেছি, একাকী সেই প্রেমের শিকড়ে আমি ঢেলেছি অজস্র জলধারা। সকলের বুকের মধ্যেই একেকজন নারী আছে, প্রেম আছে, নিসর্গ-সৌন্দর্য ­ আছে, আছে অশ্রুবিন্দু আমি সেই অশ্রু, প্রেম, নারী ও স্বপ্নের জন্যে দীর্ঘ রাত্রি একা জেগে আছি। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.