আমাদের কথা খুঁজে নিন

   

গণধর্ষণের পর সেঁজুতির আত্মহত্যা, আর কত তদন্ত কমিটি হবে??????????????

বরিশালের বাকেরগঞ্জে গণধর্ষণের শিকার হয়ে সেঁজুতি নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে তদন্ত কমিটি গঠন করা নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ই নভেম্বরের মধ্যে ন্যূনতম উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে এ তদন্ত কমিটি গঠন করতে হবে। একটি রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এই কমিটিকে আগামী ৭ই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা গ্রহণে পুলিশের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হকে না তার কারণ জানতে চেয়েছে আদালত।

একই সঙ্গে সেঁজুতিকে আত্মহত্যায় প্ররোচণার দায়ে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তার কারণও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ১৬ই অক্টোবর আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ১৩ই অক্টোবর বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা প্রবাসী ছাদেক মৃধার মেয়ে সেঁজুতি ওরফে কমলাকে (১৬) চাচাতো ভাই নয়নসহ কয়েকজন মিলে ধর্ষণ করে। সেঁজুতির মা এঘটনায় ৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।

কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় ওসি প্রথমে মামলা না নিয়ে মীমাংসার জন্য চাপ দেন। পরে মামলা গ্রহণ করা হয়। মামলার পর আসামিদের অব্যাহত হুমকির মুখে সেঁজুতি শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মানবাধিকার সংগঠন-হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে রিট আবেদনটি করেন। তিনি নিজেই আদালতে শুনানি করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.