বহুল আলোচিত দিল্লি গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১ আসামীর বিরুদ্ধে প্রথম রায় শোনাল দিল্লির জুভেনাইল জাস্টিস বোর্ড। আজ শনিবার আদালত এই মামলার অপ্রাপ্ত বয়স্ক অপরাধী বিনয় কুমারের তিন বছরের সাজা প্রদান করে। বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট আজ বিকালে এই সাজা ঘোষণা করেন। শাস্তি হিসেবে ৩ বছর তাকে সংশোধনাগারে কাটাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ১৬ ডিসেম্বর ২৩ বছরের প্যারা মেডিক্যাল ছাত্রী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়।
ধর্ষণের পর তাঁকে নিষ্ঠুরভাবে খুন করারও চেষ্টা হয়। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ওই ছাত্রী সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যায়।
এর আগে ৪ বার রায়ের দিন স্থগিত করা হয়। যেহেতু সেইসময় উত্তরপ্রদেশের বাসিন্দা ওই অপারাধী বিনয় কুমারের বয়স ১৭ বছর ছিল তাই, নাবালক হিসেবে তার বিচার প্রক্রিয়া চলে জুভেনাইল জাস্টিস বোর্ডে। অবশেষে আট মাস পরে এ সাজা ঘোষণা করল আদালত।
বিনয়কুমার সহ আরও পাঁচ ব্যাক্তির এই মালার সঙ্গে জড়িত। তবে বিনয়ের বিচার জুভেনাইল জাস্টিস বোর্ড করলেও একটি ফাস্ট ট্র্যাক আদালতে বাকিদের বিচার হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসেই তাদেরও রায় ঘোষণা হতে পারে বলে জানা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।