আমাদের কথা খুঁজে নিন

   

পিরানহা মাছ বিক্রি করায় জরিমানা

শুক্রবার উপজেলার টরকী বন্দরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি জানান, রাক্ষুসে মাছ পিরানহা চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
টরকী বন্দরের এ মাছ বিক্রি করার সময় পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করা হয়, বলেন ইউএনও।
তিনি বলেন, মৎস্য আড়ৎদার সাগর বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড এবং খুচরা বিক্রেতা ইমানুল বেপারী, জব্বার বেপারী, ফারুক বেপারী ও নূরুল হক বেপারী প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানান ইউএনও।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।