/
একবার বিশ্বাস করে দেখ । ছি! ছি ! ঘেন্না করি আমি এ শব্দ কটাকে। মিথ্যুক। প্রলোভন নাহ !
আমি কথা বললেই তুমি কণ্ঠায় এমন কামড় মারো যেন
রাক্ষুসে পিরানহা
ঝাপিয়ে পড়ে আফ্রিকার উদোম শরীরে ।
আমি হাসলেই গলগল করে নেমে আসে স্পার্ম
তুমি সতেজে ঢুকাতে চাও জিহবা সমূলে
আমার জিহবা পেচিয়ে টান মারো যেন
ত্রিফালি আঠায়
হিম হওয়া শরীরে নীতিবাক্যরা টেঁসে যায় জন্মের মত।
তুমি সত্য কথা বলো ? ফু !
আমার দেয়া কলম তুমি আঙুল ভেবে চাটো
আমার রাখা কাগজ তোমার কাছে বেডশীট
আমার দরজা খুলে বাইরে যাওয়া পশ্চাৎদেশ
তোমার মাস্টারবেটের উপকরণ।
আমার ঘাম তোমার উত্তেজিত লিঙ্গের শ্লেষ
আমার শ্রম তোমার ভায়াগ্রা সেবনের চরম উন্মাদনা
আমার বুদ্ধি তোমার কাছে রসাল যোনী
আমার মেধা তোমার কাছে কামসূত্র ।
আমি তোমাকে বিশ্বাস করে কি আরেকবার পরিক্ষিত হব ? নাহ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।