একটি মৌমাছি অদ্ভুত দর্শন ১টি গাছের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল । গাছটা থেকে মিষ্টি ১ ধরনের গন্ধ ভেসে আসছিল । মৌমাছিটা আস্তে আস্তে গাছের লাল পাতার উপর এসে বসলো । পাতাটি হঠাত করে নড়ে উঠলো । মৌমাচি বুঝার আগে পাতার ২পাশের ২টি অংশ একসঙ্গে বন্ধ হয়ে গেল ।
পালানোর সব পথই বন্ধ । মৌমাছিটা দম বন্ধ হয়ে মারা গেল । কয়েকদিন পর মৌমাছিটার খোসা ছাড়া আর কিছুই অবশিষ্ট রইলোনা । এজাতীয় উদ্ভিদ হলো মাংসাশী উদ্ভিদ । এই পৃথিবীতে প্রায় ৪৫০ প্রজাতরি মাংসাশী উদ্ভিদ পাওয়া যায় ।
তিনটি মাংসাশী উদ্ভিদ ভেনাস ফ্লাইট্র্যাপ, সূর্যশিশির, রাজসিক কলসি উদ্ভিদের ছবি বেনাস ফ্লাইট্র্রাপ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।