মাটি এক দেশে ছিল এক সাদাসিধে জেলে সে রোজ নদীতে গিয় জাল ফেলত. তার টার্গেট ছিল ৩ টা মাছ. ৩ টা মাছ পেলে সে চলে আসতো. ১ টা মাছ বাড়িতে রান্নার জন্য দিত.১ টা গরিব কাউকে দান করত বা মেহমানদারী করত. আরেকটা বাজারে বিক্রি করে অনন্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, তেল পিয়াজ এসব কিনতো. সকালে গিয়ে জাল ফেলে ঘুমায়ে যেত আর দুপুরের বেশ আগেই জাল তুলে ৩ টা মাছ পেত আর সে খুশি মনে চলে আসত. তার দিন ভালই চলে যাচ্ছিল. একদিন এরকম জাল ফেলে সে ঘুম এসে গেছে. পাশ দিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিল. জেলেকে ঘুমাতে দেখে সে আগায়ে এসে জাগায়ে দিল. তারপরে বলল আরে ভাই জাল ফেলে এরকম ঘুমাইলে কাজ হবে? তুমি কত টুকু সময় মাছ ধর? এইতো ১-২ ঘন্টা . বাকি সময় কি কর? দুপুরের আগেই মাছ নিয়ে বাজারে বেচি, বাড়িতে আসি, নামাজ পরে রেস্ট নেই , বাচ্চাদের সাথে খেলি, বৌএর সাথে গল্প করি, বন্ধুদের সাথে আড্ডা দেই. তুমি তো এর চাইতে ভালো কামাই করতে পার. জেলে বলল তো ভাই আমাকে কি করতে হবে? বেশি বেশি করে জাল ফেলে বেশি বেশি মাছ ধর. জেলে বলল আমি তো এমনেই ৩ তা মাছ পাই আর আমার দিন চলে যায়. মানুষেক দিয়ে নিজের প্রয়োজন ও মিটে যায়. ওই লোক বলল তুমি বেশি বেশি মাছে ধরলে বেশি টাকা কমাতে পারবা. জেলে বলল বেশি টাকা কমায়ে আমার কি হবে? লোকটা বলল তাহলে আরো জাল কিনতে পারবা. আরো জাল কিনে কি হবে? এখন তো একটা জাল ফেলি তখন ১০ টা জাল নিয়ে বেশি কষ্ট করতে হবে. আরে না, ১০ তা জালে অনেক মাছ ধরতে পারবা, অনেক টাকা হবে , তখন বেতন দিয়ে অনন্য লোক রেখে মাছ ধরবা. তারপরে? এখন তো থাক কুঁড়ে ঘরে, তখন শহরে যাবা , গাড়ি কিনবা, বিল্ডিং বানাবা, ফ্যান কিনবা, এসি কিনবা, বড় খাট, পালঙ্ক কিনবা. তারপরে? শহরে গিয়ে বড় কোম্পানি দিবা, শেয়ার ছাড়বা, লোকের কাছে শেয়ার বেচবা. তারপরে? তোমার অনেক টাকা হবে , তখন তুমি রিটায়ার নিবা কোম্পানি থেকে. অত টাকা দিয়ে কি করবো? তুমি গ্রামে গিয়ে নিরিবিলি পরিবেশে বাসা বানায়ে আরামে থাকবা, বৌএর সাথে বিকালে নদীর ধারে গল্প করবা , বাচ্চাদের সাথে খেলবা, আরামে ঘুমাবা. ভাই আমি তো এখন ও এরকম এ করি.তো মাঝখানে আমাকে খালি খালি এত ভেজালে জড়ানোর কি দরকার পড়ল ভাই? বি দ্র: গল্পটা অন্যের কাছ থেকে শুনে লেখা.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।