মত ও পথের পার্থক্য থাকা নতুন কিছু নয়। আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। যুক্তি যুক্ত সমলোচনা করুন। কোন সমস্যা নাই। সামু দীর্ঘজীবি হোক।
সকলকে শুভেচ্ছা
চাঁপাইনবাবগঞ্জ, ১৪ ডিসেম্বর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার পদ্মা থেকে জেলেদের হাতে ধরা পড়েছে একটি কুমির ছানা। পদ্মায় প্রায় সাড়ে ৩ ফিট দৈর্ঘ কুমির ছানা পাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার বিকেলে ধরা পড়া ছানাটি সোমবার সন্ধ্যায় রাজশাহী চিড়িয়াখানায পাঠানো হয়েছে।
পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের ৬ নম্বর বাধের কাছে প্রতিদিনের মত রোববারও মাছ ধরতে গিয়েছিল মৎসজীবি ইসারুল। মোহনপুর গোয়ালপাড়ার ইসারুল সঙ্গিদের নিয়ে ওইদিন খুব ভোরেই বেড়জাল ফেলে রাখে পদ্মায়।
তারপর দুপুর গড়িয়ে বিকেল। মাছের আশায় জাল তুলেতে গিয়ে দেখে ছোট্ট আকৃতির আস্ত একটি কুমির ছানা। পদ্মায় কুমির ছানা পাওয়ার বিষয়টি এলাকায জানাজানি হয়ে গেলে খবর দেয়া হয় উপজেলা প্রশাসনকে। মৎস ও পশু সম্পদ বিভাগের কর্মকর্তারা ছানাটি দেখে নিশ্চিত হয় এটি কুমির ছানা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারি জানান, ছানাটি সংরক্ষণের জন্য রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে সোমবার সন্ধ্যায় হস্তানন্তর করা হয়েছে।
এ সময় সদর উপজেলার চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা প্রাণীসম্পদক কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা মৎস কর্মকর্তা শামসুল আলম মৃধাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।