মঙ্গলবার সকালে মাছ ধরে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ে বাঁকখালী নদীর মোহনায় বঙ্গোপসাগরে এফবি ইত্তেকাফ সামী নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের মালিক কক্সবাজার শহরের বড় বাজার এলাকার কামাল হোসেন জানান, এ সময় আশপাশের অন্যান্য ট্রলার এগিয়ে এসে ওই ট্রলারের ১৬ জন মাঝি-মাল্লার মধ্যে ১৩ জনকে উদ্ধার করে।
পরে বিকাল ৩টার দিকে ৩ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। একই সময় ট্রলারটিও উদ্ধার করা হয়।
এরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের জসীম উদ্দিন (৩০), একই এলাকার আবছার উদ্দিন (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের আবদুল হামিদ (২০)।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি শুনেছেন।
কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফ আহমদ জানান, এফবি ইত্তেকাফ সামী ছাড়াও সাগরে আরো ৩টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
তবে এতে কয়জন নিখোঁজ রয়েছে তা বলতে পারেননি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।