আমাদের কথা খুঁজে নিন

   

সপ্নের কোন শেষ নেই........।

নিজেকেই খুজে ফিরি বারবার । আমি কারও সাথে প্রতিযোগিতা করি না সকল প্রতিযোগিতা আমার নিজের সাথেই । সপ্নের কোন শেষ নেই........। আমি সপ্ন দেখি অবিরতকিছু স্বপ্নের কথায় তুলে ধরেছি এই ছড়ায়। "ইচ্ছে গুলো" ইচ্ছে করে আকাশেতে ঘুড়ি হয়ে উড়ি সমাজের যত অন্ধকার চালায় তাতে ছুরি ।

ইচ্ছে করে করে পাখি যেমন ঝর বাদলে আগলে রাখে ছানা সমাজটারে আগলে রাখি সপ্ন দেখি নানা । ইচ্ছে করে সবার মাঝে ছড়িয়ে দিব শিক্ষা সমাজটারে করতে ভাল নেবে সবাই দিক্ষা । সমাজটারে করতে ভাল অনেক কিছুই ইচ্ছে করে হাসতে হাসতে দিব জীবন মানব জাতীর ভালোর তরে । ইচ্ছে করে ফুল হয়ে সুবাস ছড়াই চারিদিক সবাই তাতে ঘ্রাণ নিয়ে মানবতার শিক্ষা নিক । ইচ্ছে করে পাখি হয়ে আকাশেতে ঘুরে বেড়াই স্বাধীন ভাবে উড়ে উড়ে ভালবাসার স্বপ্ন ছড়াই ।

ইচ্ছে করে রাম দা হয়ে কুলষিতদের কাটি দূর করে সব অন্ধকার মুক্ত করব দেশের মাটি । ইচ্ছে করে কোকিল হয়ে মিষ্টি মধুর গান ধরি সেই সুরেতে পাগল করে জঞ্জাল সব দূর করি । তাদের বুকে লাথি মারতে ভীষন রকম ইচ্ছে করে ভন্ড যারা প্রতারক যারা ধর্মের নামে ব্যবসা ধরে । ইচ্ছে করে প্রেমিক হয়ে ভীষন রকম ভালবাসি তার মাঝে হারিয়ে গিয়ে বাজায় শুধু মধুর বাঁশি । ইচ্ছে করে দিঘির জলে পদ্ম হয়ে ফুটতে তা দেখে পাওয়া কিশোরির আনন্দ হয়ে উঠতে ।

ইচ্ছে করে বাদল দিনে বৃষ্টি হয়ে নামি সকল কাল ধুয়ে দিয়ে তবেই আমি থামি । ইচ্ছে করে সকাল বেলার স্নিগ্ধ কোমল বায়ু হই সবার মাঝে ভাললাগা ছড়িয়ে দিয়ে মনে তাদের জেগে রই । ইচ্ছে করে আকাশে মিটি মিটি জ্বলে থাকা হব তারা তাদের বুকে জাগাবো প্রেম প্রেমে বিশ্বাসী নই যারা । ইচ্ছে করে গলা ছেড়ে মানবতার গান গায় নুপূর হয়ে বাজতে থাকি কিশোরির রাঙ্গা পায় । ইচ্ছে করে সাগর হয়ে ছড়িয়ে দিই বিশালতা সবার মনে জাগিয়ে দিই অপরুপ সৃষ্টিশীলতা ।

ইচ্ছে করে নদী হয়ে থাকি চিরকাল বহমান মানুষের হৃদয়ে মানুষ হয়ে থাকতে আমি চির অম্লান । ইচ্ছে করে লিডার হয়ে সমাজের হাল ধরি সমাজটাকে ভেঙ্গে চুরে নুতুন করে আবার গড়ি । ইচ্ছে করে করে ভীষন ভীষন এমন কিছু করে যাই সকলের দোয়াতে যেন মরার পরে বেহেস্ত পায় । -আলম সাধু (৩১/০৭/২০১০) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.