আমাদের কথা খুঁজে নিন

   

সপ্নের শহর ঢাকা!

সপ্নের শহর ঢাকা! নাহ ঢাকা এখন দুঃসপ্নের নগরী! জ্যাম, সন্ত্রাস, চুরি, ছিনতাই, হত্যা, বেকারত্ব, বাসা ভাড়া, বিদু্ৎ বিল, গ্যাস বিল, আকাশ ছোয়া দ্রব্য মূল্য সব মিলিয়ে দুঃসপ্নের নগরী বললে কম বলা হবে। প্রতিদিনই বাড়ছে ঢাকামুখী মানুষের ভিড়। জীবন জীবিকার সন্ধ্যানে আমিও যেমন ১২ বছর পূর্বে ঢাকা এসেছিলাম। দিন দিন বাড়ছে ঢাকামুখী হওয়া। সব সরকারই এই দায় এরিয়ে গেছে।

ঢাকার কিছু মন্ত্রনালয় বা গুরুত্বপূর্ন কিছু অফিস কি জেলা পর্যায়ে নেয়া যায় না। ঢাকায় টাকা ওরে যার ভাগ্যে থাকে সে ধরে। এমন প্রবাদ থেকে কি আমাদের চোখ সরানো যায় না? ঢাকার ভূমিকে যেভাবে আমরা অত্যাচার করছি তাতে এ ভুমি যদি গর্জে ওঠে? কি হবে আমাদের? প্রিয় ঢাকাকে সুন্দর রাখতে আমার প্রস্তাব, আপনাদের মতামতও জানান : ১. ঢাকার কিছু মন্ত্রনালয় বা গুরুত্বপূর্ন কিছু অফিস জেলা পর্যায়ে নেয়া। ২. রিকশা উঠিয়ে দিয়ে ড্রাইভারদের বাস বা অন্যান্য টেকনিক্যাল প্রশিক্ষন সরকারীভাবে ব্যবস্থা করা। ৩.মানুষ যেন ঢাকামুখী না হয় এবং ঢাকার বোঝা না হয় সরকারীভাবে সেভাবে ক্যাম্পেইন করা।

আমি মনে করি ঢাকামুখী রোধে সরকারের ভুমিকা গুরুত্বপূর্ন অঃট কয়েকদিন যাবত ব্লগে গ্রাম থেকে আসা সাধারন খেটে খাওয়া মানুষকে কটাক্ষ করে বেশ কয়েকটা পোষ্ট এসেছে, তাদের মফিজ বলা হয়েছে, আবার এটম বোমা মেরে তাদের ধ্বংশ করার জন্য বোমা খোজা হচ্ছে ইত্যাদী ইত্যাদী। আমিও এমন ঝাঁকে ঝাঁকে আগমনে বিরক্ত! তবে বিরক্ত হলেতো হবে না চাই সুষ্ঠ সমাধান, না হলে ভবিষ্যত ঢাকা কি হবে ভাবতে ভয় হচ্ছে! জ্যাম ভাবনা ঘরে ফেরা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.