"পল্টনে গোলাগুলি চলতাসে, ভার্সিটি যাইস না" শুনলে যা মনে হয়: র্যাট ট্যাট ট্যাট ট্যাট... র্যাট ট্যাট ট্যাট ট্যাট(মেশিন গান)...চুইইইই(মিসল নিক্ষিপ্ত)... বুমমমম(মিসল বিস্ফোরিত)... র্যাট ট্যাট ট্যাট ট্যাট....জাপ জাপ জাপ জাপ জাপ(চপার যাইতেসে)... আসলে যা হয়: ঠাশ............................(দীর্ঘ নীরবতা)..................... ঠুশ.....................(দীর্ঘতর নীরবতা)............................. ঠাশ................................................... পুটুশ! শালার পুরান ঢাকার বিয়াতেও পটকা ফুটাইলে এরচে বেশি আওয়াজ হয়। হরতালের আগের সন্ধ্যায় যে কয়টা হাত কাঁপতে কাঁপতে দোকানের শাটার নামায়, তার অর্ধেক হাতও যদি নিয়োজিত হত পিকেটারদের কানের উপর বয়রা বসাইতে, হয়তবা চেহারাই বদলায়া যাইত হরতালের..."পল্টনে গোলাগুলি চলতাসে, ভার্সিটি যাইস না" শুনলে যা মনে হয়: র্যাট ট্যাট ট্যাট ট্যাট... র্যাট ট্যাট ট্যাট ট্যাট(মেশিন গান)...চুইইইই(মিসল নিক্ষিপ্ত)... বুমমমম(মিসল বিস্ফোরিত)... র্যাট ট্যাট ট্যাট ট্যাট....জাপ জাপ জাপ জাপ জাপ(চপার যাইতেসে)... আসলে যা হয়: ঠাশ............................(দীর্ঘ নীরবতা)..................... ঠুশ.....................(দীর্ঘতর নীরবতা)............................. ঠাশ................................................... পুটুশ! শালার পুরান ঢাকার বিয়াতেও পটকা ফুটাইলে এরচে বেশি আওয়াজ হয়। হরতালের আগের সন্ধ্যায় যে কয়টা হাত কাঁপতে কাঁপতে দোকানের শাটার নামায়, তার অর্ধেক হাতও যদি নিয়োজিত হত পিকেটারদের কানের উপর বয়রা বসাইতে, হয়তবা চেহারাই বদলায়া যাইত হরতালের...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।