আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ # প্রতিবেশীর উন্নয়ন

***** প্রতিবেশী যদি অন্ধ-কানা-খোঁড়া-নুলো-অচল না-হয়, তাকে আর্থিকভাবে সাহায্য করার প্রয়োজন পড়ে না, তার উন্নতিতে বাধা হয়ে না-দাঁড়ালে, সেটাই তার উন্নতির পক্ষে যথেষ্ট হয়।প্রতিবেশীর যোগ্য সন্তানটির যথাপদে আসীন হওয়ার সুযোগ কেড়ে নিয়ে, বিত্ত বা শক্তির জোরে নিজের অযোগ্য সন্তানটিকে যোগ্যের সেই পদটি দখল করে নিয়ে বসানোর কালাচার (কালের আচার // culture) থেকে সরে এলেই যথেষ্ট, --এখানে মূলত সাধারণ সুস্থ জনসমষ্টির কেউ-ই অন্যের মুখাপেক্ষী বা করুণাকামী নয়। ঘৃণ্য ঘুষ প্রচলনের জন্য ঘুষদাতারা বা অবৈধ দখলদাররাই দায়ী, ঘুষখোর কোনো চাকর (আমলা) কিম্বা অবৈধখোর কোনো জনপ্রতিনিধিকে আমরা কখনোই প্রত্যক্ষভাবে দায়ী মনে করতে পারি না। এজন্যেই ঐ অবৈধখোরদেরকে প্রাথমিকভাবে অভিযুক্ত করতে পারি না যে, এমনও দেখা যাচ্ছে, যিনি ঘুষ গ্রহণে আপত্তি জানাচ্ছেন, তেনার ঝুঁকিপূর্ণ অস্তিত্ব মুষ্টিমেয় কয়েকজন দখলদার চরম হুমকির মুখে রেখেছে, তাদেরই সামনে যারা অজ্ঞতার কারণে নিজেদেরকে পরাশ্রিত অক্ষম প্রজা ভাবছে, বিশাল সংখ্যক ক্ষমতাবান জনগোষ্ঠীর কেউ-ই ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে না। সাধারণ জনগণ কেবল নীরব দর্শকের ভূমিকাই পালন করে যাচ্ছে। নীরব না-থেকে গণমালিক যেদিন সমন্বিত হয়ে গণপিটুনির আয়োজন করবে, সেদিন ঐ মুষ্টিমেয় কয়েকজন স্থানীয় দখলদার লেজগুটিয়ে আত্মগোপন করবে, এবং সেই দিনটিও নিশ্চয়ই খুব বেশি দূরে নয়। রঙ্গপুর : ২২/১০/২০১১ করণিক : আখতার২৩৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।