আমাদের কথা খুঁজে নিন

   

কথামালা- ৩

এসো নীপবনে এই শহরের একটি প্রতিষ্ঠানে চাকুরীরত ছিলো দুই নরনারী। তারা কেউ কারো দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে তাকাতো। সরাসরি কথা বলতো না যেন কথা প্রসঙ্গে কথা বলতো, সম্বোধনহীন। ফেসবুক তাদের একদিন কাছাকাছি নিয়ে এলো।

তারা একে অপরের বন্ধু হলো। এরপর গুটুর গুটুর করে চলতে লাগলো তাদের কথামালা। সহকর্মী হিসেবে দু’জনের মনের লেনদেনের কিছু টুকিটাকি জানতে পেরেছিলাম সময়ে সময়ে। সেই সব নিয়ে এই ফেসবুক কথামালা। অপূর্ব আর মৃদুলা।

তাদের ভেতরের সম্পর্কগুলো আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনা। তাদের হৃদয়ের তাপমাত্রা, আর্দ্রতা মাপার নিক্তি আজো পাইনি আমি। তবে সেই সব কথামালাগুলো হারিয়ে যেতে দিতেও ইচ্ছে হলো না। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয়, মাথা পেতে নেবো। - আজ চোখে চশমা দেখলাম - হুম, কম্পিউটারের সামনে থাকতে থাকতে এই অবস্থা, কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে, তাই।

- ও! আমি তবে একটা কিছু মিস করবো - কী? - অমন সুন্দর চোখ! - হি, হি, হি - না, না হাসবেন না, সত্যি বলছি চশমা ছাড়াই আপনি অনেক সুন্দর অত সুন্দর চোখ জোড়া কাঁচে বন্দী থাকবে শুধু এটুকু হলেও হতো ঢেকে থাকবে তো আরো অনেক কিছু - আর কী? - চোখের ভাষা, চোখের অনুরাগ চোখের ইশারা, চোখের বিরাগ - আচ্ছা যান, পরবো না - ছিঃ ছিঃ আমি কি তাই বলছি নাকি? অবশ্যই পরবেন আমি কি একটু বেশি বলে ফেলেছি? - জানি না - আমার খুব শখ একটা চমশাওয়ালা বউ দেখি - কি? - মানে আমি কোনো মেয়েকে বধূ বেশে চশমা পরে থাকতে দেখিনি। - কি উদ্ভট চিন্তা! - উদ্ভট কেন? - উদ্ভট নয়তো কি! - আচ্ছা আমার সব কিছুই কি আপনার উদ্ভট লাগে? আমার মৌনব্রত পালন ইচ্ছা হলেই এদিক সেদিক ঘোরাঘুরি ছবি তোলা কবিতা লেখার অপচেষ্টা কাউকে চমকে দিয়ে তার জন্মদিনে গিফট দেয়া হঠাৎ একদিন আফিসের গুষ্টি শুদ্ধ লোককে খাওয়ানো অফিসের কোনো অনুষ্ঠানে যেচে পরে দায়িত্ব নেয়া এ সব কিছু কি উদ্ভট? - হুম উদ্ভটই তো! - ঠিক আছে আর করবো না, - সে কি! এসব না করলে আপনার নামের যথার্থতা কোথায়? - আর নাম! নামে কি আসে যায় - কারু কারু নিশ্চয়ই আসে যায়! - সে তো দেখতেই পাচ্ছি। - আচ্ছা ঝগড়া শুরু করলেন কেন বলুনতো? - সেইতো, ঝগড়া হয়ে যাচ্ছে, না! - হচ্ছেই তো! - ঠিক আছে বাদ দিন। - দিলাম বাদ। - কি বাদ দিলেন? - জানি না।

- আচ্ছা শুনুন না, কাল টিপ পরবেন তো! - আজকে আসি - এখনি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ - আল্লাহ হাফেজ। কথামালা- ২ কথামালা- ১  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।