কত কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুললাম সামু তে কিন্তু প্রথম পাতায় লেখা যায়না। কেও কি আমারে তাবিজ করল নাকি বুঝতাছিনা ?কি ব্যপার ? প্রথম পাতায় আমার লেখা আসছে না কেন এবং মন্তব্য করতে পারছিনা কারো পোস্ট এ? রেজিস্ট্রেশান এর আগে লিখা আসতো মন্তব্য করতে লগ ইন করুন আর এখন আসে "দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না । লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।" সামু কি আমারে ধোঁকা দিল?সবাই দেখি মন্তব্য করে আমার নাম্বার ক্কবে আসবে? কেউ কি একটু সাহায্য করবেন ? আছেন কন আল্লাহর বান্দা এই অসহায় নিষ্পেষিত মানুষ টারে হেল্প করবেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।