আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ শাহবাগ আন্দোলন: প্রশ্নগুলো সহজ, উত্তরও যে জানা

পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে। শাহাবাগে জনতা যে স্বপ্ন নিয়ে আড়মোড় ভেঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন। নতুন করে বাঁচার যে স্বপ্ন তারা দেখেছিলেন। যে আগুন ছড়িয়ে পড়ছিলো শহরের অলি-গলি থেকে প্রত্যান্ত গ্রামের মেঠো পথে। যে শিশুটি মাথায় বেঁধেছিলো লাল সবুজের এক টুকরো কাপড়। থ্রি-কোয়ার্টার পরে থাকা 'ইওয়' জেনারেশনের যে তরুণ ডিজে নিয়ে বসে থাকতে পারেনি দেশাত্ববোধের টানে। আন্দোলনের এই সময়ে এসে অন্তত্য প্রশ্ন তোলার সময় হয়েছে, এই স্বপ্ন, এই দেশাত্ববোধ, দেশপ্রেম, এসবকে অমর্যাদা করেছে কে? কারা? কারা এই আন্দোলন থেকে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে? কারা মিটমিটিয়ে হেসেছে এতগুলো স্বপ্নকে প্রতারণার দামে কিনতে পেরে? কারা এই দেশের আপামর মানুষের মুক্তিকামীদের দালাল বানিয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।