মুক্ত মন....সারাক্ষণ হে রাষ্ট্রযণ্ত্র, আমার জ্যাঠা একজন মু্ক্তিযুদ্ধা ছিলেন। প্রায় বছর বিশেক আগে ক্যানসারে মারা গেছেন। মৃত্যুর সময় ঢাকা মেডিকেলে একটি কেবিন চেয়েও পান নি। আমাদের বাসায় ধুকে ধুকে মারা গেছেন। এখন তাঁর পরিবার কিছু ভাতা পায়।
যে ভাতা পায়, তা দিয়ে গ্রামে ১ সপ্তাহ সংসার চালানো মুশকিল। জ্যাঠার মৃত্যুর পর অর্থাভাবে তাঁর কোনো ছেলে মেয়ে উচ্চমাধ্যমিকের গণ্ডিও পেরুতে পারে নি। তাঁদেরকে বড় কোনো সাহায্য বা সহযোগিতা করার মতো আর্থিক অবস্থা তখন আমাদের ছিল না। আজকের কোটা ব্যবস্থা তাঁর বা তাঁর পরিবারের কী উপকারে আসছে, তার জবাব চাই। দিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।