১৯৯২ সালের ১৮ এপ্রিল সরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগ দেন মোহাম্মদ আবছার। কলেজিয়েট স্কুল সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর কাছে আবছার স্যার হিসেবে পরিচিত মোহাম্মদ আবছারের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। ১৯৮০ সালে এসএসসি, ১৯৮২ সালে এইচএসসি ও সরকারি কমার্স কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মাস্টার্স শেষ করার পর শিক্ষকতা পেশায় যোগ দেন।
শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে প্রিয় এই আবছার স্যার ক্লাসে প্রশ্নোত্তর পদ্ধতিতে পড়ালেখা করান। শ্রেণীকক্ষটিকে প্রাঞ্জল ও আনন্দদায়ক করার জন্য নিজের বয়সকে শিক্ষার্থীদের বয়সের পর্যায়ে নামিয়ে নেন এবং তাদের বন্ধু হয়ে যান।
ওই বয়সের শিক্ষার্থীরা কী চায় তা বুঝে শিক্ষার্থীদের সাথে তেমন আচরণ করেন।
জনপ্রিয় শিক্ষক হওয়ার রহস্য প্রসঙ্গে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক (হিসাববিজ্ঞান) মোহাম্মদ আবছার বলেন, হিসাববিজ্ঞান একটি সহজ বিষয় এবং তা সঠিকভাবে করানোর জন্য অবশ্যই শিক্ষককে পূর্ব প্রস্তুতি রাখতে হবে। এছাড়া পুরো বিষয়টি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কারণ শিক্ষার্থীদের কাছ থেকে যেকোনো ধরনের প্রশ্ন আসতে পারে এবং তা ক্লাসেই উত্তর দিতে হবে। আর ক্লাসের মধ্যে ছাত্রদের বিভিন্ন প্রশ্ন করতে হবে এবং অন্যান্য ছাত্রদের কাছ থেকে তার উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে।
এতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সুস্থ প্রতিযোগিতা গড়ে ওঠবে এবং তাদের কাছে ক্লাসটি জনপ্রিয় হয়ে ওঠবে।
বাসায় ব্যাচ পড়ানো প্রসঙ্গে তিনি বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে এবং শিক্ষকদের আর্থিক প্রয়োজনে ব্যাচ পড়ানো হয়। সরকার থেকে শিক্ষকদের যা বেতন দেওয়া হয় তা দিয়ে নগরীতে পরিবার পরিজন নিয়ে মানসম্মত জীবনযাপন করা যায় না। তাই শিক্ষকদের ব্যাচ পড়াতে হয়। তবে তা কখনোই বাণিজ্যিক ভিত্তিতে হতে পারে না।
[[..source: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।