মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
(বোরিং ক্লাসে বইয়া বইয়া ছুটুখাট মেলা কবিতা লিখছি….লিখা পাস করছি আশেপাশে…..ফ্রেন্ডরা কমেন্ট লিখা দিত…কবিতাগুলা সংরক্ষন করি নাইকা….ব্যাগের সাইড পকেটে অথবা মেকানিক্স খাতার পাতায় আছে হয়তো….তার একটা খুইজা পাইলাম…..কুনু ইডিটিং না কইরা তুইলা দিলাম)
(১)
ভেজা ভেজা মেঘের শীতে কুঁকড়ে থাকা
কুয়াশায় ডুবন্ত সকাল।
আমি যখন শিশির ভেজা শিউলি ফুল কুড়াই,
আমাকে সাহায্য করে দু’জন সর্দি ঝড়া পথবালিকা।
রাতজেগে চলা নির্ঘুম ট্রাক,
একটা-দুটো গেয়োঁ রিকশা শব্দে-নিঃশব্দে চলে যায়।
ছেড়া কাঁথার মতো পলিব্যাগ-
বালিকারা মুঠো ভরে আমার জন্য ফুল বয়ে নিয়ে আসে।
(২)
আজকের দিনটা তুলোর মতো,
ফুঁ দিলেই যেন বাতাসে হারায়।
তুমি যেন পিক আওয়ারের ব্যাস্ত নেটওর্য়াক।
আমার কলগুলো শুধু মিসকল হয়ে যায়।
(৩)
হালিম স্যারের ক্লাসে তোমায় নিয়ে কবিতা লিখি।
কবিতা তো নয়, যেন শুধু অনর্থক আকিঁবুকি।
মেশিনগানের সামনে তো কবিতা এফোঁর-ওফোঁড়।
দুর্বোধ্য লেকচার আর দুর্বোধ্য তুমি মিলে
হয়েছো চমৎকার মানিকজোড়
পূর্বে আমারব্লগে প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।