কিছু স্বপ্ন দেখি। স্বপ্নগুলো অনেক সুন্দর।
ক্লাসের একদম লাস্ট বেঞ্ছের একদম কোনায় বসে ঝিমাইতেছি। এখন সময় ১১.২০। ক্লাস সেষ হতে ১২ টা বাজবে।
বহুদুর হতে ফুরিয়ারের পাচ্যাল মাঝে মাঝে শোনা যাচ্ছে। অনেক্ষন যাবৎ বোর্ডে স্যার হাবিজাবি কি সব আকিবুকি করছেন। সবাই ভ্যাবদা মে্রে বোর্ডের দিকে আছে। কেউ কিছু বুঝতেছে কিনা বুঝতে পারছি না। কিযে বুঝি তাও বুঝি না,কিযে বুঝি না তাও বুঝি না।
অবস্থা খুবই করুন। আজকে ক্লাসের সবচে পড়ুয়া ছেলেটাও চুপ মেরে আছে। আজকে তার মাথায় কোন প্রশ্ন খেলা করছে না।
এখনও অনেক সময় পার করতে হবে। তাই খাতাটা বের করে এই লিখাটা শুরু করলাম।
এমন একটা ভাব নিচ্ছি যেন খুব মনোযোগ দিয়ে লেকচার তুলছি। কাব্যের মাঝে মাঝে দু একটা ফুরিয়ারের ছবিও আকছি। ভালই তো লাগছে। কে বলে বুয়েটের ক্লাস খুব বোরিং!!!!(except keyboard)
আমার পাশে এখন বসে আছে ক্লাস উদীয়মান পুংটা ছেলেটা। আগে ছেলেটা ভালই ছিল, কিন্তু ইদানিং সে ভিস্তা বাদ দিয়ে মাথায় লিনাক্স সেটাপ দিছে।
তার জন্য দরকারি সব সফটওয়্যার অবশ্য আমিই সরবরাহ করে থাকি। সবই ঠিক আছে মাগার মাঝে মাঝে স্ট্যাক ওভারফ্লো করে আর কি।
কোন কাজ পাচ্ছি না। কিছু একটা করা দরকার।
একটা কাজ করি মেয়েরা কে কি করছে সেইটা গবেষনা করি।
দেখা যাক ডিবাগ করে কিছু পাওয়া যায় নাকি………
হহহহম… একটা ভালো পয়েন্ট পেয়ে গেলাম। স্যার এর দাঁড়িয়ে থাকার কৌনিক অবস্থানগত কারনে বেশীর ভাগ মেয়ে লেকচার তুলতে হিমশিম খাচ্ছে। সুন্দর দৃশ্য।
আরেকটা সুন্দর দৃশ্য দেখছি। দৃশ্যটির দিকে তাকিয়ে একটা কবিতা লিখে ফেললাম,
তুমি না থাকলে
তুমি না থাকলে ক্লাসরুম এত মিস্টি হত না
তুমি না থাকলে ওয়াই-ফাই এলেও প্রক্সি(172.16.101.3) আসত না।
তুমি না থাকলে……
হ্যালো এটা কি “1010 1100 0010 0010 1000”.........
প্লিজ, ওটার বাইনারির ভ্যালু বের করতে যাবেন না।
সুন্দর দৃশ্যগুলো কেন এত সুন্দর হয়? আচ্ছা সুন্দর কিসের ফাংশন? এর ফুরিয়ার করলে কি হবে? নাহ থাক বেশী দূর যাব না। সিস্টেম হ্যাং করতে পারে।
একটা কাল্পনিক ছবি আকি। নিজেকে কাল্পনিক একটা মুহুর্তে নিয়ে যেতে চাই।
দেখি কেমন হয়ঃ
নদীর তীর। নিকষ কালো অন্ধকার রাত। আকাশে মিটিমিটি তারা। মৃদুমন্দ দক্ষিনা বাতাস বইছে। একটি গ্রাম্য হাট।
মানুষের কোলাহল, ব্যস্ততা, দিন শেষে ক্লান্ত যুবকের ঘরে ফেরা। বাউল কন্ঠে মনপুরা গান শুনতে পাচ্ছি। তাকে ঘিরে শ্রোতাদের মুগ্ধ চোখ। এইত আমি এখানে। আমার সামনে কুপির আলোতে ক্লান্ত দোকানদার চায়ের কাপে পানি ঢালছে।
কাপের টুনটান শব্দ হচ্ছে
নদীর পারে দাড়িয়ে থাকা একটি নারীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বাতাসে তার এলোমেলো চুল উরছে। নদীর কুৎসিত কালো দিগন্তের দিকে তাকিয়ে আছে সে। চোখে তার অতীতের স্বপ্ন। তার মুখের একটা নতুন অবয়ব দিতে চেষ্টা করছি, কিন্তু পারছি না।
বাড়ে বাড়ে আমি হেরে যাই ঠিক এইখানে।
প্রতিবার দৃশ্যগুলো সাজানোর সময় ঠিক এইখানটাতে আমি শুধুই তোমাকে দেখতে পাই। এ আমার অক্ষমতা।
…………………
ক্লাস শেষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।