আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা নদীর মাঝি-ফেসবুক ভার্সন

পদ্মা নদীর মাঝি-ফেসবুক ভার্সন কুবেরের স্ট্যাটাস-“ গরীবের মাঝে আমি আরও গরীব;ছোটলোকের মাঝে আমি আরও ছোটলোক :’( :’(” গণেশ, পিতম মাঝি likes this গণেশের কমেন্ট-“হ কুবেরদা,ঠিক বলছ…আমরা এতো কষ্ট করে পদ্মা নদীতে মাছ ধরি;কেউ দাম ই দেয় না।এমনকি মাছের টাকাও ঠিক পাই না” কুবের like this অধরের কমেন্ট- “আরে এই ডিজিটাল যুগে এসব কি কস? ফেসবুকে ‘সঠিক মুল্যে ইলিশ মাছ’ পেজে জয়েন করবি; ওখানে মাছ ভালদামে বিক্রি করতে পারবি” কুবের,গনেশ and 4 others like this কুবেরের কমেন্ট-“সত্যি!! আমি আজকেই লাইক মারতিছি” ———————————————————————— কপিলার স্ট্যাটাস-“বাহির বলে দূরে থাকো;ভিতর বলে আসুক না” কুবের,রাসু and 2 others like this গোপীর কমেন্ট-“ অনেক সুন্দর গীত এটা মাসি” কপিলার কমেন্ট -“হ গীত না তোর মাথা” আমিনা like this আমিনার কমেন্ট-“হ নিজের বর থুইয়া নিজের বোনের বরের সাথে ইটিস পিটিস করলে এরকম কত গীতই মাথায় ঘুরে” রাসু like this রাসুর কমেন্ট-“মাসি, আমার ব্যাপারটা একটু দেখেন না;গোপীর সাথে একটু করে দেন; আপনারা ঠিকই মজা নেন আর আমার কিছু হয় না… “ কপিলার কমেন্ট-“আহারে আচ্ছা আমি মাঝিরে কমু নে” ———————————————————————— হোসেন মিয়া create a group “ময়না দ্বীপ” আমিনুদ্দি,হাসেম and 30 others join this group রাসু leave this group কুবের pending request ———————————————————————— কপিলার স্ট্যাটাস-“আজকের সন্ধাটা খুব ভালো কেটেছে… “ কুবের like this কুবেরের কমেন্ট-“হুম, আসলেই… ” কপিলা like this কপিলার কমেন্ট-“>3” কুবের like this রাসুর কমেন্ট- “আমার ব্যাপারটা একটু দেখলা না কুবের।বললাম তো তোমাকে আমার ১০০০০ ফানের পেজের অ্যাডমিন বানায় দিবো” কুবেরের কমেন্ট- “ইহ…হোসেন মিয়া যে ছেলের কথা বলছে,তার পেজে ২০০০০ ফান; তোর লগে বিয়া দিমু ক্যান আমার মাইয়ার?” রাসু-“ এতো বড় কথা;দাঁড়াও দেখাচ্ছি মজা; ঃ@” ———————————————————————— কুবের wrote on কপিলা’স wall- “তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা; তুই নেই বলে মন শুধু করে খাঁখাঁ… ঃ(“ কপিলা like this কপিলার কমেন্ট-“আহারে মাঝিটা; আমার স্বামীটা অনেক জ্বালায়; আমি চইলা আমু তোমার কাছে …অনলাইনে আসো মাঝি… কথা কই তোমার সাথে” কুবেরের কমেন্ট- “আমার e-buddy কাজ করে না… তাই অনলাইনে আসতে পারছি না… চলে আসো তাড়াতাড়ি ;গোপীর বিয়েতে অনেক কাজ আছে” কপিলার কমেন্ট- “এবার আসলে আর যাবো না,থাইকা যাবো তোমার কাছে” কুবের like this ———————————————————————— কুবেরের স্ট্যাটাস-“আমি যাই গা ময়না দ্বীপে;ভালো থাকেন সবাই” গণেশ,শীতল and 3 others like this গণেশের কমেন্ট-“মিস ইউ কুবেরদা… “ কপিলার কমেন্ট-“আমাকে নিবা সাথে মাঝি” রাসুর কমেন্ট- “দিলাম তো ফাঁসাইয়া;এখন যা ময়না দ্বীপ… ওখানে নেট এর লাইন পাবি কই??যা শেষ বারের মতো ফেসবুক ব্যবহার কর” পিতম মাঝি like this কুবেরের কমেন্ট-“ এহহ… হোসেন মিয়া কইছে পুরা ময়না দ্বীপে Wi-Fi এর বাবস্থা করে দিবে; হুদাই চলে আসলি ওখান থেকে… হিহি” কপিলা, আমিনুদ্দি like this কপি পেষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.