আমাদের কথা খুঁজে নিন

   

........................বন্দি...........................

অকর্মা, ভীতু, কাপুরুষ কি বা আছে ? আর দেবই বা কি ? বেদনা পূর্ন একটা দিন, আজ আমি তোমায় দিলাম। কি বা দেব ? আর আছেই বা কি ? কান্ত শ্রান্ত নির্ঘুম একটা রাত, আজ আমি তোমায় দিলাম। উদার পন্থি নারী তুমি বুক ভরা ভালবাসা বিলেয়েছো স¤পুর্ন অপাত্রে, একবারও ভাবলেনা তুমি ভালবাসা ছিলো যা একদিন, সবই তো হারিয়ে গেছে নিষ্ঠুর সময়ের প্রভাবে। এখন আছেই বা কি ? আর দেবই বা কি ? কবিতা নেবে , দু:খ কষ্ট আর ভাঙ্গনের ? নাকি বাঁশির সুর , সময়ের ঘুর্নিতে পিষ্ঠ আমার সোনালী অতীতের কান্না ? কি বা আছে ? আর দেবই বা কি ? নিষ্ঠুর সময়ের হাতে বন্দি আমি , এবং সেই সাথে আমার নিয়তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।