ঘুমিয়ে পড়ার আগে......
ছবি টি প্রথম আলোর গতকালের 'বিশাল বাংলা' পৃষ্ঠা থেকে সংগ্রহ করা হয়েছে......
আমি কি ছেলেটির মত হতে চায়??
ছেলেটি কত নিশ্চিন্তে একটা কুকুর কে পাশে নিয়ে ঘুমাতে পারে ......আর আমি এক রাত বাসায় না বলে বাহিরে থাকলে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয়।
ছেলেটির গায়ে কোন জামা নেই তারপরেও সে কত নিশ্চিন্তে ঘুমাতে পারে........ আর আমর কাপড়ে সামান্য পরিমাণ ও যেন ভাজ না পরে তার জন্য আমার কত চেষ্টা। না হলে যে বন্ধুদের টিটকারি শুনতে হয়।
ছেলেটির ঘুমের জন্য কোন নরম গদির , নরম বালিশের প্রয়োজন হয় না। হয় না কোন ফ্যান এর প্রয়োজন.......আর আমার নরম বিছানা, নরম বালিশ, ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিতে হয় তারপরেও ঘুম আসতে চায় না।
ছেলেটি কত নিশ্চিন্তে ঘুমাতে পারে । হয়ত সে ঘুমিয়ে ঘুমিয়ে সুখের স্বপ্ন দেখে........আর আমি ঘুমাতে যাই ও দুশ্চিন্তা নিয়ে ঘুম থেকে উঠিও দুশ্চিন্তা নিয়ে। প্রায় সব বন্ধুই তো চাকরি তে ঢুকে গেল আর আমি এখনো লিখাপড়া নিয়ে ব্যাস্ত।
কিন্তু এত কিছুর পরেও আমি তো ছেলেটার মত হতে চাই না। তার মত হতে আমার কোথায় যেন বাধা ।
আসলে আমি তো আমার কাছে , আমার পরিবারের কাছে, সমাজের কাছে ,পরিবেশের কাছে বন্দি।
---------------------------------------
[সকাল 10.30.......29.06.06
চট্রগ্রাম]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।