শিরোনাম: বন্দি আমি বন্দি তোমাদের গড়া ইট কংক্রিটের দালানে, যেখানে নাই স্বচ্ছ নীল আকাশ দূরন্ত সবুজ মাঠ। আমি বন্দি তোমাদের তৈরি অস্ত্রের মুখে যে শুধু ঝরায় রক্ত কেড়ে নেয় সুন্দর জীবন। আমি বন্দি তোমাদের গড়া সমাজে যে গুণির মর্যাদা দেয়না, দেয় টাকার মাপকাঠিতে। আমি বন্দি আইনের কুচক্রে, যেখানে নির্দোষ পায় শাস্তি ক্ষমতায় পায় অপরাধী মুক্তি। আমি বন্দি নোংরামি, গোড়ামি, কুসংস্কারের জালে যা মানুষকে কাঁদায় দেয়না থাকতে স্বস্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।