ক্ষ্যাপা উদ্ভ্রান্তের ন্যায় চালাও ক্ষীপ্র তুফান প্রোজ্জ্বল কিরণ ছটায় আলোকিত হয়ে মাতৃভূমির ছিন্ন বসন হোক প্রার্থনার উদাস জায়নামাজ। ঐ সংসদ ভাগাড়ের নরম কেদারায় বসে যারা নিত্যপণ্যের বানিজ্যের মতো বিক্রি করে আমার দেশের সম্পদ লাগাও আগুন তাদের নীতির পুস্তকে। ভ্রান্ত স্বপ্নের মরীচিকার মূলৎপাটনে জেগে উঠুক সোনালী সকাল যখন আর হবেনা চোরাচালান আমার অফুরান সম্ভার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।