সদিচ্ছা, আত্মবিশ্বাস আর প্রচেষ্টা আপনার জীবনকে বদলে দিতে পারে।
প্রিয় দেশবাসী,
আপনি নিশ্চয়ই অবগত আছেন সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে সাধারণ মানুষের উপর চলে আসা নির্যাতন এমন এক মাত্রায় এসে পৌঁছেছে যে, এই মুহূর্তে পৃথিবীতে এমন কোন ভাষা নেই যা দিয়ে এটা বর্ণনা করা যায়। বর্তমান বাংলাদেশের সকল দলের নির্লজ্জ রাজনীতিবিদদের রাষ্ট্রের তথা রাষ্ট্রের মানুষের সাথে বেঈমানী এবং নিরপরাধ জনগনের উপর অত্যাচারের ফিরিস্তি নতুন করে দেওয়ার প্রয়োজন দেখি না।
একদিন, দুইদিন, তিনদিন করে দিনের পর দিন তারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই লেখা যখন লিখছি তার আগের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন নূন্যতম তিনজন নিরপরাধ কর্মজীবি মানুষ এবং আগুনে পুড়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরো অনেকে।
তাই আমরা বাংলাদেশের সাধারণ জনগন হিসেবে এর প্রতিকার করতে যত সময় নিচ্ছি তার প্রত্যেক মুহূর্তেই আমাদেরই কারো না কারো ভাগ্যে মৃত্যু লেখা হয়ে যাচ্ছে।
আর কিছু বলার নেই! বর্তমানে আমরা সাধারণ মানুষরা সবই জানি এবং সবই বুঝি। আর কত অসহায় মানুষের দগ্ধ শরীর, আর কত দগ্ধ লাশ দেখলে আমাদের বিবেক নাড়া দিবে? উত্তরটা কি আমাদের এখনও জানা নেই? তবে, আমাদের মন বলছে, “সময় এসেছে দেশের তরে, দেশের মানুষের তরে কিছু করার”।
এই পরিস্থিতিতে দেশের সব মানুষের বহু দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, সমগ্র দেশের মানুষকে একই প্লাটফর্মে এনে, হাতে হাত রেখে, আমরা কয়েকজন নগন্য এবং সাধারণ বাংলাদেশি নাগরিক- নতুন করে বাংলাদেশ সাজানোর স্বপ্নের শুরু করলাম।
আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে-
১০ দিন সময় দিলাম।
হয় তারা রাজনৈতিক সমস্যার সমাধান করবে আর না হলে বাংলাদেশ ছাড়বে।
১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে, ১৯ জানুয়ারি গণ আন্দোলনের ডাক দেওয়া হবে।
গণ আন্দোলনে আপনাকে যদি সাথে না পাই তাহলে আপনার প্রতি ভালবাসা থেকে এবং দেশের প্রতি ভালবাসা থেকে আমরা-
আগামী ২২জানুয়ারি’১৪ থেকে
“আমরণ অনশনের” ঘোষনা দিলাম।
আমাদের সকল কর্মকান্ড, গণ আন্দোলনের বিস্তারিত পন্থা ও লক্ষ্যসমূহ জানতে ভিজিট করুন-
www.bidroho.com
www.fb.com/Bidroho2014
অথবা টেলিভিশন ও পত্রিকায় চোখ রাখুন।
আপনাদের প্রতি আমাদের বুকভরা ভালবাসার উপর আস্থা রেখে আপনার সমর্থনের অপেক্ষায় রইলাম।
সাধারণ মানুষের বিজয় হবেই।
প্রেস রিলিজঃ ৯জানুয়ারী’১৪ , দুপুর ২টা, সিলেট প্রেস ক্লাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।