আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃভূমির আকাশ

আমি একটা পাগল মাতৃভূমির আকাশ জুড়ে অন্ধকার জন্মভূমির নাম পরিবর্তন বারবার। মাতৃভাষা সকলে বাংলা নয় সংখ্যালঘিষ্ট এখনও উপেক্ষিত হয়। মুচির দৃষ্টিতে ছেড়া জুতো স্বীয় পরিচয় বলে সেতো। ইশ্বর বিশ্বাসে যদি ধর্ম তাহলে অবিশ্বাসেও হবে ধর্ম। বিদ্রহে বিলুপ্ত বহু শাসক ভাষার আড়ালে সুপ্ত প্রতারক।

অহরহ প্রবেশ বিদেশি শব্দের বিবর্তন হচ্ছে বিবর্তন প্রবর্তকের। বর্তমানে জীবন্ত, যখন মৃত ভ্রান্ত মতবাদে হাড়াবে অস্তীত্ব। অন্য ভাষা ঠিকই রপ্ত দূরীভূত নয় শুধু আর্ত। একমতের দাবি মেনে নেয় ভিন্নমতের জীবন কেঁড়ে নেয়। ব্যঙ্গচিত্র আঁকে ব্যঙ্গ ব্যক্তি জানায় তার স্বপ্ন সূতি।

তিলকে তাল ওদের কাজ প্রকাশ্য যৌন নৃত্য-সাজ। গণতন্ত্রে অনেক দল থাকবে আদর্শের তারতম্য অবশ্যই হবে। রাষ্ট্রের বিধি বিধান সংবিধান ত্রুটি বিধায় হয় সংশোধন। ধারাবাহিক নয় জনতার সমর্থন সমর্থনে হয়ে ছিল পাকিস্তান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.