প্রিয় পাঠক, এখানে হয়তো অনেকেই আছেন যারা মধ্যপ্রাচ্যে থাকেন । তাই আমাদের এখানকার সবচেয়ে বড় সমস্যাটা আজ আমার শিরোনাম।
যেহেতু আমরা বাংলাদেশী সুতারং বিভিন্ন সময়ে নানা সসম্যা নিয়ে আমাদেরকে বাংলাদেশ দূতাবাসে যেতে হয় এবং দূতাবাস গুলো এখানে আছে আমাদের এই সমস্যা গুলো দেখার জন্য এবং পাশাপাশি তাদের নানান রাষ্ট্রীয় কর্মের অংশীদার হয়ে দেশকে রিপ্রেজেন্ট করা। এটা শুধু বাংলাদেশ দূতাবাস এর দায়িত্ব তাও নয়, পৃথীবির সব দূতাবাস গুলোই এভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের অত্যন্ত র্দুভাগ্য যে তারা মনেহয়না এখানে আমাদের জন্য আছেন।
যে অসম্মান আর অনিয়ম এবং র্দুব্যবহার আমাদের সাথে করেন তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর কোন একটা কাজ তাদের কাছ থেকে সঠিকভাবে নিদ্ধারিত সময়ে আদায় সম্ভবনা। আমাদের সমস্যা শুনার তো দূরের কথা তাদের কাছে সময়ই হয়না যে দেখার যে আমরা মানুষ না অন্যকিছু। এর মধ্যে আবার কিছু কিছু জায়গাতে দেখি আঞ্চলিকতার একটা বিষয় হয়ে দাড়ায়। যেমন দুবাই দূতাবাসে চট্টগ্রামের লোকজনের প্রভাব বেশী।
কিছু দিন আগে আমি গিয়ে দেখলাম একজন লোক আমার মতো অনেক্ই বেরিয়ে যেতে বলছে, জিজ্ঞাস করলাম আপনিকে- উনি আমাকে একট কর্কট জারি লাগাইলো। পরে জানলাম উনি একজন দালাল। বলতে বাধ্য হচ্ছি দুবাই বাংলাদেশ দূতাবাসে দালালদের ও অনেক প্রভাব যারা কিনা সবকিছুরই দালালী করেন। আশা করি যারা দুবাই থাকেন তারা জানেন।
এখন কথা হলো- আমরা কার কাছে এই সমস্যা গুলো তুলে ধরবো।
কার মাধ্যমে কার কাছে এই নির্মমতা গুলো পৌছালে তার একটা বিহিত হবে। বিভিন্ন কোম্পানী / স্পন্সারা বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতন করছে, বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হচ্ছি দেশেও বিদেশে। বিচার কার কাছে প্রার্থনা করবো???
এখানকার লোকল দের জন্য লোকাল মামলা করা আমাদের দ্বারা সম্বভনা। কারণ আমাদের ভাষায় দুর্বল বা আর্থিক দীনতা পাশাপাশি সঠিক জায়গা চিনিনা যেখানে গিয়ে বলতে পারি!!!
অথচ আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা একটু দূরের দেশ ফিলিপাইনের কোন লোক যদি কোনভাবে সমস্যায় পড়েন তারা সরাসরি দূতাবাসএ চলে যান এবং দূতাবাস তাদের টেক কেয়ার করেন। কেনো আমাদের সরকার এগুলোর দিকে তাকায়না।
আজ আমরাই সরকারের সবচেয়ে বড় ইনকাম, অথচ সরকারের আমাদের জন্য কি কিছু করছেন, একটু ভ্রুক্ষেপও নেই যে কি করে মানুষ গুলো টাকা পাঠাচ্ছে আর এই দেশের অর্থনীতির চাকা সচল রাখছে? আর কতকাল আমাদের পিলিসি মেকাররা প্রতিশ্রুতি দিয়ে চলবেন?? কেউ কি বলবেন কোথায় এর সমাধান????
আজ আমাদের সরকারের উদসীনতার জন্য মধ্যপ্রাচ্যে আমাদের ইমেজ হারানোর পথে। অনেকেই আমাদের বাংলাদেশীদেরকে কাজে রাখেনা। তার জন্য কি শুধুই আমরা দায়ী না আমাদের পলিসি মেকাররা????
ধন্যবাদ সবাইকে-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।