সোনার হরিনের পেছনে ছুটছি। শাইদাবাদ, যাত্রাবাড়ী, শনিরআখরার মানুষের চরম এক ভোগান্তীর নাম যাত্রাবাড়ী ফ্লাইওভার। ফ্লাইওভার নির্মাণ কাজর জন্য রাস্তা এখন এমন প্রসারিত হইছে যে এমন প্রসারিত থাকলে আমার মনে হয় আগামী ৫০ বছর এখানে কোন জ্যাম পড়ত না। সেক্ষেত্রে সরকারের শুধু সদ ইচ্ছার প্রয়োজন ছিল।সদ ইচ্ছা বলতে সরকার যদি ট্রাফিক ব্যবস্থা উন্নতি করত এবং প্রত্যেক ক্ষেত্রে আইনের সৎ ব্যবহার করত তাহলে এত টাকা খরচ করে এত তারাতারি ফ্লাইওভার বানানোর দরকার পড়ত না।এখনকার মত প্রসারিত রাস্তাতে যদি ফুটপাত কে সুন্দর মত আলদা করে দিত আর গাড়ী চলার লেন গুলো আলদা করে দিত। তাহলে হয়ত আমাদের এই চরম দূর্ভোগ পোহাতে হত না সব সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।