আমাদের কথা খুঁজে নিন

   

মির্জাপুরে সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধ এবং অন্তঃসত্বা গৃহবধূসহ আহত ৪

জমি নিয়ে সীমানা বিরোধ ও গাছ রোপন করতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী হামলায় এক বৃদ্ধ ও ৯ মাসের অন্তঃসত্বা গৃহবধূসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ভয়ে আহতদের পরিবার থানায় কোন মামলা করতে পারেনি বলে আতঙ্কের মধ্যে রয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। টাংগাইলের মির্জাপুর উপজেলার ভানুয়াবহ গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছে নেছার উদ্দিন (৫৫), তার স্ত্রী আলেমন বেগম (৪৫), পুত্র নজরুল ইসলাম (২৮) ও পুত্রবধু ৯ মাসের অন্তঃসত্বা সুমী আক্তার (২৫)।

তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। পুলিশ ও আহতদের পরিবার জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে নেছার উদ্দিনের বাড়ির সীমানায় ভানুয়াবহ গ্রামের আবুল কাশেম (৩৮), আবুল হাসেম (৩৫) গাছের চারা রোপন করতে যায়। এসময় নেছার উদ্দিন চারা রোপনে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা নেছার উদ্দিনের উপর হামলা চালালে তার পরিবার বাধা দিতে আসে। এসময় আবুল কাশেম, আবুল হাসেম, গোলাম মোস্তফা, শরীফ মুন্সি, দুদু বেপারীসহ ৬-৭ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে নেছার উদ্দিন, তার স্ত্রী আলেমন বেগম ও পুত্রবধু সুমীকে হত্যার চেষ্টা করে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামুর্কী হাসপাতালে ভর্তি করেছে। এদিকে হামলাকারীরা সন্ত্রাসী ও প্রভাবশালী হওয়ায় উল্টো নিরীহ নেছার উদ্দিনের পরিবারের নামে মামলা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে আবুল কাশেম গংরা অভিযোগ অস্বীকার করে বলেছে, তারাও তাদের উপর হামলা চালিয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.