টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুল ছাত্র নিহত হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে আজ সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামকস্থানে।
নিহতরা হলো এ উপজেলার কুনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রোকন, সোহেল এবং রোকনের বন্ধু টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সেলিম। রোকনের বাড়ি এ উপজেলার কুর্নী গ্রামে। পিতার নাম নজরুল ইসলাম।
সোহেলের বাড়ি উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে। তার পিতার নাম শফি উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে তিন বন্ধু টাঙ্গাইল যাওয়ার পথে মহাসড়কের ওইস্থানে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাদেরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর জানাজানি হলে কুর্নী উচ্চ বিদ্যালয় সহ নিহতদের গ্রাম ও আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান, ঘাতক বাসটি পালিয়ে গেছে এছাড়া আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।