আমাদের কথা খুঁজে নিন

   

মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে হত্যা \ বাড়ি ঘর ভাংচুর লুটতরাজ



জমি সংক্রান্ত বিরোধের জের ধরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্প এলাকার কোদালীয়া গ্রামে বাড়ি ঘর ভাংচুর ও পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। খুন হওয়া ওই কৃষকের নাম খলিলুর রহমান (৪৫)। এ সময় তার স্ত্রী ইসমত আরাও গুরুতর আহত হয়েছেন। মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, নিহত খলিলুর রহমানের সাথে পার্শ্ববর্তী শওকত হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে শওকত হোসেন, আব্দুল কাদের, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, শওকত হোসেন, বিল্লাল হোসেন তার দলবল নিয়ে গভীর রাতে খলিলুর রহমানের বাড়িতে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালায়। অতর্কিত হামলা থেকে আত্মরক্ষার্থে পালানোর সময় সন্ত্রাসীদের পিটুনীতে ঘটনাস্থলে খলিলুর রহমান নিহত হন। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী ইসমত আরা। এ ব্যাপারে মির্জাপুর থানায় আহত ইসমত আরা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ শওকত হোসেনের স্ত্রী মাছুদা বেগম, সাইফুদ্দিন এর স্ত্রী সাজেদা, জহিরুল ইসলামে মেয়ে সাদিয়াকে গ্রেফতার করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.