আমাদের কথা খুঁজে নিন

   

মির্জাপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মণ্টুর বড় ছেলে মীর ইমরান হোসেন শিমুল (৩৮) বংশাই নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। আজ বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের বংশাই নদীর হাটুভাঙ্গা ব্রিজের নিচে গোসল করতে গিয়ে শিমুল নিখোঁজ হন। জেলে, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গতকাল থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছেন।

পারিবারিক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, চিকিৎসকের পরামর্শে শিমুল গত এক সপ্তাহ ধরে সকালে বংশাই নদীর ওই স্থানে সাঁতার কাটতেন।

প্রতিদিনের মতো গতকাল সকালে তার নিজস্ব প্রাইভেটকার নিয়ে বংশাই নদীর ওই স্থানে আসেন। পরে নদীর তীরে তার ব্যবহৃত কাপড় রেখে সাঁতার কাটতে নামেন। এরপর তার আর কোনো খোঁজ না পেয়ে এলাকাবাসী পরিবারের সদস্য, জেলে, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া স্থানে জাল ফেলে ও ডুবিয়ে অনেক খোঁজাখুজি করলেও তার খোঁজ পাননি। ধারণা করা হচ্ছে নদীর স্রোতে তার দেহ ভেসে যেতে পারে।

পরে আজ মঙ্গলবার ভাটি থেকে তার লাশ উদ্ধার হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.