আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঘুম রাত…………………..

“ঘুম নেই চোখে রাত জেগে থাকা সে যে কি ভিষন যন্ত্রনা, অঞ্জনারে অঞ্জনা………….” । অঞ্জনার মজনু মনিরখানের এ গানের পঙক্তিটি অনেকের জানা আছে নিশ্চয় । ঘুমহীন যন্ত্রনার রাত আমাকেও কাটাতে হচ্ছে । কোনো ক্রমেই দু’চোখের পাতা এক করতে পারছিনা । ঘুম চলে গেছে অনেক দুরে কিছুতেই কাছে ধরে রাখতে পারছিনা ।

কেনো এমন হচ্ছে, কোন অদৃশ্য শক্তি আমার ক্লান্তির ঘুম কেড়ে নিলো? নানা প্রশ্ন মনকে ঘিরে ঘুমকে নষ্ট করছে । সারাদিন পরিশ্রমের পরও সে আমাকে ঘুমাতে দেয় না । বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে রাত কাটিয়ে দিতে হয় । অনেক খোজার চেষ্টা করেও কিছু খুজে পাই না কেনো এমন হচ্ছে । কখনো বসে, কখনো দাড়িয়ে, কখনো বা হেলান দিয়ে রাত কাটিয়ে দিতে হয় ।

বিছানায় ঘুমাতে গেলেই সে আমার কাছে চলে আসে মনে হয় তার স্পর্শ আমি অনুভব করি । সে কি তাহলে আমাকে সত্যিই ভালোবাসে? যদি তাই হয় তাহলে সে আমার সামনে আসেনা কেনো? অথবা দিনে আসলে তার সমস্যা কোথায়? ঘুমাতে গেলেই কি আমার কথা তার মনে পড়ে? সাহস করে সামনে আসলেই তো আমি ঘুমহীন যন্ত্রনা থেকে মুক্তি পাই । নাহ্ এভাবে চলতে দিলে আমাকে অসুস্থ হতে হবে । তাই আমি সিরিয়াসলি সিদ্ধান্ত নিলাম যে তাকে আমার খুজে পেতেই হবে, যে কোনো মুল্যে তাকে আমার চাই । তাই বিছানায় বসে চিন্তা করে করে তাকে খুজতে লাগলাম ।

হ্যা, এতো দিন খুজেছি যারে আজ আমি পেয়ে গেছি তারে । যে আমাকে ছাড়া একটি রাতও কাটানোর কথা চিন্তা করে না, যে জীবনের ঝুকি নিয়ে তার ভালোবাসা আমাকে দিতে আসে সেই কাঙ্খিত ছারপোকাকে বালিসের এক কোণায় খুজে পেয়েছি । কিন্তু দু:খজনক হলেও সত্য তার এই নিখাদ ভালোবাসার মুল্য আমি দিতে পারলাম না । কারন তাকে ভালোবাসা দিতে গিয়ে তো আমি আমার রক্ত শেষ করতে পারিনা । তাই পরদিন সকালে বিছানা সহ সকল কাপড় গরম পানি দিয়ে পরিষ্কার করে তার ভালোবাসার ইতি টানলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।