আমাদের কথা খুঁজে নিন

   

নির্ঘুম রাত



চন্দ্রা চৌধুরীর কবিতা---- নির্ঘুম রাত তোমার জন্য এই নির্ঘুম রাত নেমে আসে শুধু তোমার জন্য তারাগুলো জ্বলে আকাশে । শন শন বায়ু ডেকে যায় বাঁকে বাঁকে শুধু তোমার জন্য জোনাকিরা জেগে থাকে । দুরে ওই শন বন কাঁপে মৃদু আবেশে শুধু তোমার জন্য নদী ধায় ভালোবেসে । উড়ে যায় চাঁদ মেঘের খেয়ায় ছুটে যায় বেগে শুধু তোমার জন্য বালুচরে থাকি জেগে । কবিতার খাতা খোলা থাকে হয়না লিখা কিছু মনের আবেশে চলে যাই স্বপ্নের পিছু পিছু ।

কত কথা হয় যে বলা, কত কথা থাকে বাকি একেলা আমি, একেলা চাঁদ একসাথে জেগে থাকি । কেটে যায় রাত, সাথে জাগে চাঁদ ঘুমের সাথে আড়ি মেঘের ডানায় ভেসে দেই তারার দেশে পাড়ি । কবিতা হয়ে ঝরে ঝরে পড়ে কুয়াশা কণা ধূলো আকাশ দেশে ছড়িয়ে পড়ে আমার স্বপ্নগুলো । এই নির্ঘুম রাত, রাত জাগা চাঁদ শুধু দ’ুজনে জাগি এক সাথে মনের আবেশে কথা বলি মনে মনে । কবিতার খাতা রয়ে যায় ফাঁকা কল্পনায় ছবি আঁকি এই নির্ঘুম রাত আমি আর চাঁদ একসাথে জেগে থাকি ।

চন্নির্ঘুম রাত তোমার জন্য এই নির্ঘুম রাত নেমে আসে শুধু তোমার জন্য তারাগুলো জ্বলে আকাশে । শন শন বায়ু ডেকে যায় বাঁকে বাঁকে শুধু তোমার জন্য জোনাকিরা জেগে থাকে । দুরে ওই শন বন কাঁপে মৃদু আবেশে শুধু তোমার জন্য নদী ধায় ভালোবেসে । উড়ে যায় চাঁদ মেঘের খেয়ায় ছুটে যায় বেগে শুধু তোমার জন্য বালুচরে থাকি জেগে । কবিতার খাতা খোলা থাকে হয়না লিখা কিছু মনের আবেশে চলে যাই স্বপ্নের পিছু পিছু ।

কত কথা হয় যে বলা, কত কথা থাকে বাকি একেলা আমি, একেলা চাঁদ একসাথে জেগে থাকি । কেটে যায় রাত, সাথে জাগে চাঁদ ঘুমের সাথে আড়ি মেঘের ডানায় ভেসে দেই তারার দেশে পাড়ি । কবিতা হয়ে ঝরে ঝরে পড়ে কুয়াশা কণা ধূলো আকাশ দেশে ছড়িয়ে পড়ে আমার স্বপ্নগুলো । এই নির্ঘুম রাত, রাত জাগা চাঁদ শুধু দ’ুজনে জাগি এক সাথে মনের আবেশে কথা বলি মনে মনে । কবিতার খাতা রয়ে যায় ফাঁকা কল্পনায় ছবি আঁকি এই নির্ঘুম রাত আমি আর চাঁদ একসাথে জেগে থাকি ।

বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত হয়েছে তার বই নির্ঘুম রাত এরকম বই প্রকাশের জন্য যোগাযোগ করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।